Saturday, April 19, 2008

স্বপ্নগুলো তোমার মত

প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস
তোমার চোখে দেখেছিলেম আমার সর্বনাশ


রবি ঠাকুরের উপরোক্ত কবিতার দু'টি লাইনের সাথে আমার ব্লগের কোন সম্পর্ক নেই। শুধু মনে হলো, তাই লিখলাম।

স্বপ্নগুলো ইতিউতি চোখে খুঁজে বেড়াচ্ছে আপনজন। কিন্তু ব্যর্থতার গ্লানি নিয়ে বারবার ফিরে আসছে। আজ কয়েকদিন ধরেই জীবনে আপনজনদের সঙ্গের অভাব বোধ করছি।সুদুর বাংলায় যেসব আপনজন আছে তাদের।

আজ অনেকদিন পর ব্লগ লিখতে বসলাম। এতদিন লেখার ইচ্ছা বা সময় কোনটাই তেমন ছিলো না। মোহিব এসেছিলো এক সপ্তাহের জন্য লন্ডনে। ওকে নিয়ে পুরো লন্ডন চষে বেড়িয়েছি পুরনো দিনের মত। আমার বিলেতের জীবনে স্বপ্নের মত কিছু দিন কেটেছিলো ম্যানচেস্টারে আমার বন্ধুদের সৌজন্যে। জুনায়েদ, মোহিব এবং আমির আমাকে পরিবারের সদস্যের মত করেই আপন করে রাখতো। লন্ডনে আসার পর ওদের অভাব বোধ করছি।

দেশে যেতে পারলে মন্দ হতো না। কিন্তু বাস্তবতার বেড়াজালে বন্দী হয়ে থাকায় সহসা দেশে যাওয়া হবে বলে মনে হয় না।

সময় কাটছে বই পড়ে এবং নাটক দেখে। পাঠ্যপুস্তক সব শিকেয় তুলে রেখেছি। এস্যাইনমেন্ট গুলোর একটা দফারফা আগামী ক'দিনে না করলেই নয়।

No comments: