Thursday, April 24, 2003

জলে ভাসে

জলে ভাসে আমার কপাল

ভাসে আমার বসত বাড়ি

জলে ভাসে রঙ্গিন রুমাল

ভাসে নারীর মন

লাল শাড়ি।।

ও আমার কপাল

কেন আমায় গেলি ছাড়ি

ও নারীর মন

জালে ফেলে নিলি আড়ি।।