Skip to main content

মধ্যাহ্ন

হুমায়ূন আহমেদের উপন্যাসের প্রথম দু'খন্ড গতকাল পড়লাম। আমি গতবছর দেশে থাকতেই বইটির প্রথম খন্ড বের হয়েছিলো। এবারের বইমেলায় দ্বিতীয় খন্ড বের হলো। আমি দুটো খন্ডই একসাথে গতকাল পড়লাম।

হুমায়ূন আহমেদ বইটির ভূমিকাতেই লিখেছেন যে উপন্যাসটি 'ইতিহাস কম, গল্প বেশি'। বইটি বেশ উপভোগ্য ছিল। আমি অনেক বছর ধরেই বাংলা উপন্যাস পড়িনি। তাই বাংলা উপন্যাসের বর্তমান ধারা সমন্ধে আমার তেমন ধারণা নেই। কিন্তু আমার মনে হয়েছে শ্রদ্ধেয় হুমায়ূন আহমেদ এই উপন্যাসটি ভারতের পশ্চিম বঙ্গের লেখকদের অনুকরণ করে লিখেছেন। হুমায়ূন আহমেদের সাবলীল লেখায় অবশ্য উপন্যাসটি উপভোগ্য হয়েছে।

তবে একটি জিনিষ আমার কাছে খুবই বিরক্ত লেগেছে। আজকাল প্রায়ই দেখা যাচ্ছে যে হুমায়ূন আহমেদের উপন্যাসের চরিত্রগুলোর আধিভৌতিক ক্ষমতা আছে। এই উপন্যাসের কিছু চরিত্রের ও এই ধরণের ক্ষমতা আছে। শ্রদ্ধেয় হুমায়ূন আহমেদ তার সব উপন্যাসেই যেন তার 'হিমু' এবং 'মিসির আলি' চরিত্র দুটি নিয়ে আসতে চাচ্ছেন। আমি জানি যে, হুমায়ূন আহমেদের জনপ্রিয়তার মুল কারণ এই দুটি চরিত্র। কিন্তূ প্রত্যেক উপন্যাসেই যদি এই ধরনের চরিত্র থাকে তাহলে তা উপন্যাসের স্বকীয়তার উপর প্রভাব ফেলে। আশাকরি, হুমায়ূন আহমেদের পরবর্তী উপন্যাসগুলো আরো উপভোগ্য হবে।

Comments

Anonymous said…
সত্যি কথা যে হুমায়ূন আহমেদ অন্ন রকম লিখেছে। অনুকরণ!!! হতে পারে...।কিন্তু আমার কাছে উপন্যাসটি অনেক উপভোগ্য লেগেছে কারন বাস্তব চরিত্রের সাথে কল্পনার চরিত্রের দেখা হয়েছে খুব সুন্দর ভাবে।

আর সব উপন্যাসেই তার 'হিমু' এবং 'মিসির আলি' চরিত্র পাইলি কোথায়??? উদাহরন দেয়...। হিমু আর মধ্যাহ্ন উপন্যাসের লাবুস চরিত্রের সাথে কণো মিল নাই। হিমু কখনো বলে না যে সে ভবিৎসত দেখতে পায়।হিমু শুধু মানুস কে অবাক করে দেয়ার জন্য বলে কিন্তু হয়ে জায় জেটা হিমু না বল্লেও হতো। জা মাত্র কালতালিও। কিন্তু লাবুস ভবিৎসত দেখতে পায় আর সেটা লাবুশ জর দিয়ে বলে।

হুমায়ূন আহমেদের সবচেয়ে ভালো লাগে উনি আকজন মানুসের ভাল খারাপ ২ টাই খুব সুন্দর ভাবে তুলে ধরেন। মানুস বলে উনি প্রেমের উপন্যাস লিখে না। কিন্তু এই উপন্যাসে উনি কি সুন্দর ভাবে মউলানা ইদ্রিস আর জুলেখা, শিবশংর আর আতর এবং ইমাম করিম আর শরিফা এই প্রেমের চিত্র তুলে ধরেছেন।অসাধারন.........।

তুই কি হিমুর হাতে কয়েকটি নীল পদ্দ পরেছিলি??? অসাধারন ............।

জাইহক অনেক কথা বলা যাবে......... কিন্তু তোর মন্তব্ব সঠিক না।
হিমুর সাথে মধ্যাহ্ন উপন্যাসের কনো মিল নেই। আর হুমায়ূন আহমেদ তার সব উপন্যাসে হিমুকে টানে আনে না।
প্রিয় বন্ধু, হিমুর হাতে পাচটি নীলপদ্ম আমি পড়েছিলাম। এবং গল্পটি আমারও ভালো লেগেছিলো। হুমায়ুন আহমেদের উপন্যাসের ব্যপারে আমি যা বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে,যে তিনি তাঁর উপন্যাসে আধিভৌতিক চরিত্র খুব বেশি পরিমাণে নিয়ে আসছেন। এটা ঠিক যে, হিমু এবং লাবুসের চরিত্রের মধ্যে পার্থক্য আছে। কিন্তু আমার মতে, এই বইতে লাবুস চরিত্রের আধিভৌতিক ক্ষমতার অতি বহিঃপ্রকাশ কাহিনীর বিকাশের জন্য আবশ্যক ছিলো না। হয়তো হিমু'র ভবিষ্যতবাণীগুলো কাকতালীয়, এবং লাবুসের গুলো হয়তো না, কিন্তু হুমায়ুন আহমেদ তাঁর কাহিনীগুলোকে আকর্ষনীয় করার জন্য আজকাল এই ধরণের 'আধিভৌতিক ক্ষমতাসম্পন্ন' চরিত্রগুলোর সাহায্য বেশী নিচ্ছেন। যার আমার কাছে একঘেয়ে লেগেছে। তাই আমি উপরোক্ত মন্তব্য করেছি। লাবুস ছাড়াও কাহিনীটিতে হরিচরণ বাবুরও আধিভৌতিক ক্ষমতা দেখানো হয়েছে, যদিও তা হিমুর মতোই 'কাকতালীয়' আধিভৌতিক ক্ষমতা। প্রিয় বন্ধু, আশাকরি আপনি আমার বিরক্তির কারণটা ধরতে পেড়েছেন।

Popular posts from this blog

Noy Nombor Bipod Shonket: Film Review

Another venture by renowned Humayun Ahmed. The film is a 100% meaningless movie. But this is not a drawback of the movie. Although the movie is completely meaningless, it does bring a lot of laughter. Good movie to kill idle time. Rating 6 out of 10. হূমায়ুন আহমেদের চলচ্চিত্র 'নয় নম্বর বিপদ সংকেত' তাঁর পরিচালিত অগনিত অর্থহীন ছবিগুলোর মধ্যে অন্যতম। অর্থহীন হলেও ছবিটি দর্শকদের মনে হাসির খোরাক জোগাবে। প্রথমদিকে ছবির গল্প খুবই এলোমেলোভাবে শুরু হলেও ছবিটি শেষ পর্যন্ত্য উপভোগ্য হয়েছে।

Challenges posed by globalisation in operations management of a global company

1. Introduction Globalisation of organisations is a phenomenon that has received much attention and been extensively discussed at cultural levels as well as at market and business levels. A company is considered global when more than half of its revenue comes from outside its home continent. (Gabrielsson, 2006) In any globalisation process, distribution of goods and services between and within international industrial and consumer markets is of great importance. Globalisation removes the tangible and intangible borders. The intangible borders being the cultures and norms. Globalisation of markets and reorganization of distribution are mutually dependent processes that involve changes in market structures. Contemporary examples of this are the emergence of global supply chains, internationalisation of wholesale, retail and transportation firms and the development of sales via the Internet. In this discussion, the nature of the challenges in creating and maintaining interdependence betwe

Habib - Bhalo Bashbo (Lyrics)

I am addicted to this song.The song is by Habib Wahid who sung it for the movie 'Hridoyer Kotha'. Amazing song. I have been listening to the song for last one week day in day out and still can't get enough. I have had numerous requests to translate the meaning of the lyrics. I am not a poet/lyricist, therefore, I am not confident enough to translate such a lovely piece of work in English. Below is the transliteration of lyrics of the Song. Bhalo Bashbo re bondhu tomay jotone Amar moner ghore chander alo chuiya chuiya pore Pushe rakhbore bondhu tomay jotone Dudhe alta gayer boron rup je kancha shona Anchol diya dhaika raikho chokh jeno pore na Ami prothom dekhe pagol hoilam Monto aar mane na Kache aisho bondhu premer karone Bhalo baisho re bondhu amay jotone Nishi bhore jonak nache monero gohin bone Shopno dekhao bondhu tumi niguro alingone Tomay maya dilam shohag dilam nilam apon kore Pashe thakbore bondhu tomar karone Bhalo bashbore bondhu tomay jotone ভালোবাসবো বাসবো রে