অনেকদিন ধরেই সুরটি শুনছি।আজ ভাবলাম সবার সাথে ভাগ করি।
বেশ কিছুদিন পরে ব্লগ লিখছি। এ কটা দিন খুব ব্যস্ত ছিলাম। পড়াশোনার অসম্ভব চাপ। এক সপ্তাহে যত পড়েছি এত পড়ালেখা শেষ কবে করেছি মনে পড়ছে না।তবুও আনন্দ লাগছে।চ্যালেঞ্জ ভালো লাগছে। অনেকদিন কঠিন চ্যালেঞ্জ পাইনি। আজ শুক্রবার রাত। একটু একা লাগছে। বন্ধুরা সব বাড়ি চলে গেছে। হলে বলতে গেলে আমি একা।
Comments