Saturday, September 22, 2007

বিদায় ম্যানচেস্টার !!

আবার ম্যানচেস্টারকে বিদায় বলার পালা। সম্ভবত শেষবারের মত। এবার কোন পিছুটান নেই। চাকরিও ছেড়ে দিয়েছি। আজ অনেকদিন পর ব্লগ লিখছি।এতদিন মন খারাপ ছিলো।একদিকে এত বন্ধু এবং প্রিয়জন ছেড়ে যাবার বেদনা, অন্যদিকে নতুন সম্ভাবনার হাতছানি।আশাকরি আমার ভবিষ্যতের দিনগুলি ভালোই কাটবে ইনশাল্লাহ।

No comments: