দিন গেলো তোমার পথ চাহিয়া
মন পোড়ে সখি গো কার লাগিয়া
সহে না যাতনা তোমার আশায় বসিয়া
মানে না কিছুতে মন আমার যায় কাঁদিয়া
পুড়ি আমি আগুনে।
যার লাগি তরী বেয়ে যাই
জীবন গতির সেই জনা কি রেখেছে খবর
কার তরে গান গেয়ে যাই
অচেনা সুরে বুঝিনা কেবা আপন কেবা পর
যার কথা মন ভেবে যায়
যার ছবি মন এঁকে যায়
ও যারে এই মন চায়
জীবনে পাবো কি তার দেখা
সহে না যাতনা তোমার আশায় বসিয়া
মানে না কিছুতে মন আমার যায় কাঁদিয়া
পুড়ি আমি আগুনে।
যারে ভাবি প্রতি রাতে
তার ইশারাতে তোমারে খুঁজে যাই স্বপনে
আশার পথ চেয়ে রই
প্রতিটি প্রহর কখনো বা শ্রাবণ আনমনে
যার কথা মন ভেবে যায়
যার ছবি মন এঁকে যায়
ও যারে এই মন চায়
জীবনে পাবো কি তার দেখা
সহে না যাতনা তোমার আশায় বসিয়া
মানে না কিছুতে মন আমার যায় কাঁদিয়া
পুড়ি আমি আগুনে।
Habib Wahid and Mona Lisa in the music video of 'Din Gelo'
Above is the lyric of the song.
মন পোড়ে সখি গো কার লাগিয়া
সহে না যাতনা তোমার আশায় বসিয়া
মানে না কিছুতে মন আমার যায় কাঁদিয়া
পুড়ি আমি আগুনে।
যার লাগি তরী বেয়ে যাই
জীবন গতির সেই জনা কি রেখেছে খবর
কার তরে গান গেয়ে যাই
অচেনা সুরে বুঝিনা কেবা আপন কেবা পর
যার কথা মন ভেবে যায়
যার ছবি মন এঁকে যায়
ও যারে এই মন চায়
জীবনে পাবো কি তার দেখা
সহে না যাতনা তোমার আশায় বসিয়া
মানে না কিছুতে মন আমার যায় কাঁদিয়া
পুড়ি আমি আগুনে।
যারে ভাবি প্রতি রাতে
তার ইশারাতে তোমারে খুঁজে যাই স্বপনে
আশার পথ চেয়ে রই
প্রতিটি প্রহর কখনো বা শ্রাবণ আনমনে
যার কথা মন ভেবে যায়
যার ছবি মন এঁকে যায়
ও যারে এই মন চায়
জীবনে পাবো কি তার দেখা
সহে না যাতনা তোমার আশায় বসিয়া
মানে না কিছুতে মন আমার যায় কাঁদিয়া
পুড়ি আমি আগুনে।
Habib Wahid and Mona Lisa in the music video of 'Din Gelo'
Above is the lyric of the song.
Comments