Skip to main content

A little prayer :: প্রার্থনা

"Our Lord! Punish us not if we forget or fall into error, our Lord! Lay not on us a burden like that which You did lay on those before us ; our Lord! Lay not on us a burden greater than we have strength to bear. Pardon us and grant us Forgiveness. Have mercy on us. You are our Protector ; Give us victory over the disbelieving people."

Al Qur'an 2:286

"হে আমাদের প্রতিপালক! যদি আমরা ভুলে যাই বা ভুল করি তবে আপনি আমাদেরকে অপরাধী করবেন না। হে আমাদের প্রতিপালক! আমাদের পুর্ববর্তীদেরকে যে ভারী দায়িত্ব দিয়েছিলেন আমাদের উপর তেমন দায়িত্ব দিবেন না। হে আমাদের প্রতিপালক! আপনি এমন ভার আমাদের উপর দিবেন না যা বইবার শক্তি আমাদের নেই। আর আমাদের পাপ মোচন করুন, আর আমাদেরকে ক্ষমা করে দিন, আর আমাদের উপর দয়া করুন, আপনি আমাদের অভিভাবক।অতএব অবিশ্বাসী সম্প্রদায়ের বিরুদ্ধে আপনি আমাদের জয়যুক্ত করুন।"

আল কুরআন
সুরা বাকারা আয়াত ২৮৬

Comments

Popular posts from this blog

Noy Nombor Bipod Shonket: Film Review

Another venture by renowned Humayun Ahmed. The film is a 100% meaningless movie. But this is not a drawback of the movie. Although the movie is completely meaningless, it does bring a lot of laughter. Good movie to kill idle time. Rating 6 out of 10. হূমায়ুন আহমেদের চলচ্চিত্র 'নয় নম্বর বিপদ সংকেত' তাঁর পরিচালিত অগনিত অর্থহীন ছবিগুলোর মধ্যে অন্যতম। অর্থহীন হলেও ছবিটি দর্শকদের মনে হাসির খোরাক জোগাবে। প্রথমদিকে ছবির গল্প খুবই এলোমেলোভাবে শুরু হলেও ছবিটি শেষ পর্যন্ত্য উপভোগ্য হয়েছে।

দুরের মানুষ

ধারাবাহিক নাটক ‘রমিজের আয়না’র থিম গান এর কথা আমার ব্লগ এ উপস্থিত করলাম আমার প্রিয় পাঠকদের জন্য। এ গানটির কথা আমার খুবই প্রিয়। ভাগ্যের খোঁজে ঘরছাড়া সব মানুষের স্বপ্নের কথা নিয়ে এ গান। দুরের মানুষ আসে অচেনা শহর যন্ত্র নগরে কাটে অবাক প্রহর অবুঝ চোখেতে তার কত না স্বপন অজানা বাসনা মনে গহীন গোপন একাকী পথে হাঁটে সে পাশে চলে ছায়া তার বন্ধু তো নয় অচেনা মুখের সারি ভীরুমন ভয় স্বপ্ন ছোঁয়ার সিড়ি দূরে সরে রয় দুরের মানুষ চেনা নিজেকে হারায় অচেনা নিজেকে দেখে চেনা আয়নায় The theme song 'Durer Manush' of drama series 'Romizer Ayna' is one of my favourites from Habib Wahid's voice. It speaks of the people who have left home for a better life. Transliteration of the song follows: Durer manush ashe ochena shohor Jontro nogore kate obak prohor Obujh chokhete taar koto na shwapan Ojana bashona mone gohin gopon Ekaki pothe haate she pashe chole chaya tar Bondhu to noy Ochena mukher shari virumon voi Shwapno chowar shiri dure shore roy Durer manush chena nijeke haray Ochena nijeke dekhe chena...

Made in Bangladesh: Film Review

Directed by Mostofa Sarwar Farooki, the film ' Made In Bangladesh ' tried to depict some of the social constraints in Bangladesh. The film started with ambiguous objective at the beginning. The first 20 minutes of the film didn’t help to build the plot at all. But it took a good shape as soon as the main character portrayed by Zahid Hasan took over the DC’s office. The film brought out the some of the worst characteristics of Bangladeshi people from different walks of life. It was an average movie, but it certainly was a good initiative to make a movie with social commitment.