Monday, July 23, 2007

নিটোল পায়ে

মন ভাবে তারে এই মেঘলা দিনে

শীতল কুয়াশাতে তার স্পর্শে

তার রিনিঝিনি নুপুরের সাথে

বাতাসে যেন মৃদু সুবাসে

নিটোল পায়ে রিনিক ঝিনিক

পায়েল খানি বাজে

মাদল বাজে সেই শান্তিতে

শ্যামা মেয়ে নাচে

চাঁদের অধর যেন

তোমার হাসির মাঝে

সোনালী আবেশ তবে

সাগর ধারে

হৃদয়ের মাঝে কবে বেধেছিলে বাঁধন

ভালোবাসা তবে কেন

মনের অগোচরে

তুমি কি আমার বন্ধু

আজ কেন বোঝনি

তুমি কি আমার বন্ধু

আজ ভালোবাসনি

No comments: