Skip to main content

Posts

Showing posts from August, 2008

কে বাঁশি বাজায় রে

আমার একজন পাঠক অগ্নির মন্তব্য পেয়ে আজ অনেকদিন পর লিখতে বসলাম। আমি নিজেও ঠিক জানি না এতদিন ধরে কেন ব্লগ লিখি নি। ১২ তারিখ ঢাকা থেকে ফিরলাম প্রায় ৭ সপ্তাহ পর। ১৯ জুনে ঢাকায় গিয়েছিলাম। ঢাকায় গিয়েছিলাম হঠাৎ করেই একদিনের নোটিসে। এখানে হাঁপিয়ে উঠেছিলাম। দেশে গিয়ে এবার বেশ কয়েক যায়গায় বেড়াতে যাই। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিলেট।সিলেটে অনেক ঘুরাঘুরি করেছি, আর সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য্য দেখে বারবার মুগ্ধ হয়েছি। দেশের ভেতর হুমায়ূন আহমেদের নুহাশ পল্লীতে গিয়েছিলাম, ভাওয়াল ন্যাশনাল পার্কে গিয়েছিলাম এবং ঢাকার আশেপাশের আরো অনেক জায়গায় বেড়িয়েছি। কিন্তু এবার বেশিরভাগ সময় কাটিয়েছি ঘরেই।