Skip to main content

Posts

Showing posts from October, 1996

বিয়ে করবোনা

বিয়ে করে আজকাল নেই কোন সুখ পরদিন হতে শুরু হবে যে অসুখ, মধু রাতে বুঝিয়ে দেবে তোমাকে করেছো বিয়ে তুমি কোন বউমাকে। এটা খাই, খাই না ওটা বলতে পারবে না কেউ খেতে ওটা। মিনসের উজ্জল মুখের হাসি কিছুদিন যেতে না যেতেই হবে ফাঁসি, উস্কোখুস্কো চুল খোঁচা খোচা দাড়ি বাজারের ব্যাগ হাতে ছোট তাড়াতাড়ি, অমুকটা নেই আজ তমুকটা এনো শালা-শালি এসেছে মনে থাকে যেন।। হাসিখুশি পাবেনা কখনো যে তাকে বাঁকা পথে নিয়ে যাবে আলোচনাকে, যদিওবা কখনো সে হাসিখুশি থাকে ভাবনায় পড়ে যায় কি ফন্দি আঁটে, বিয়ের অর্থ যদি এই হয় মালা পরবোনা পরবোনা করবোনা বিয়ে বিয়ে করবোনা।।