লন্ডনের হিথরো এয়ারপোর্টে রাত ন'টায় এমিরেটস এর প্লেন ল্যান্ড করলো। ১৮ বছর পর আমি ইংল্যান্ডে ফিরলাম। আমার সাথে সুফী আওসাফুল ইসলাম সাহেবও এসেছেন।মাঝে দুবাইতে স্টপওভার হয়েছিলো। দুবাই আমার খুবই সুন্দর লেগেছে।হিথ্রো এয়ারপোর্ট অনেক বড় হলেও দুবাই এয়ারপোর্ট অনেক ঝকমকে ছিলো।তবে হিথ্রোর বিশালত্বের তুলনা মেলা ভার।
ইকবাল নানা আমাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করে তাঁর বাসায় নিয়ে যান। তাঁর বাসাটা অনেক বড়। কিন্তু তিনি বাসায় কাজ করাচ্ছেন। বাসার হিটিং ঠিকমতো কাজ করছে না।আমি তিনতলায় হ্যামকের মত একটা খাঁটে শুয়ে আছি।
ইকবাল নানা আমাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করে তাঁর বাসায় নিয়ে যান। তাঁর বাসাটা অনেক বড়। কিন্তু তিনি বাসায় কাজ করাচ্ছেন। বাসার হিটিং ঠিকমতো কাজ করছে না।আমি তিনতলায় হ্যামকের মত একটা খাঁটে শুয়ে আছি।
Comments