Skip to main content

দুরের মানুষ

ধারাবাহিক নাটক ‘রমিজের আয়না’র থিম গান এর কথা আমার ব্লগ এ উপস্থিত করলাম আমার প্রিয় পাঠকদের জন্য। এ গানটির কথা আমার খুবই প্রিয়। ভাগ্যের খোঁজে ঘরছাড়া সব মানুষের স্বপ্নের কথা নিয়ে এ গান।

দুরের মানুষ আসে অচেনা শহর
যন্ত্র নগরে কাটে অবাক প্রহর
অবুঝ চোখেতে তার কত না স্বপন
অজানা বাসনা মনে গহীন গোপন
একাকী পথে হাঁটে সে পাশে চলে ছায়া তার
বন্ধু তো নয়
অচেনা মুখের সারি ভীরুমন ভয়
স্বপ্ন ছোঁয়ার সিড়ি দূরে সরে রয়
দুরের মানুষ চেনা নিজেকে হারায়
অচেনা নিজেকে দেখে চেনা আয়নায়

The theme song 'Durer Manush' of drama series 'Romizer Ayna' is one of my favourites from Habib Wahid's voice. It speaks of the people who have left home for a better life.

Transliteration of the song follows:

Durer manush ashe ochena shohor
Jontro nogore kate obak prohor
Obujh chokhete taar koto na shwapan
Ojana bashona mone gohin gopon
Ekaki pothe haate she pashe chole chaya tar
Bondhu to noy
Ochena mukher shari virumon voi
Shwapno chowar shiri dure shore roy
Durer manush chena nijeke haray
Ochena nijeke dekhe chena aynai

Comments

Jahid Hasan said…
♪♫ দূরের মানুষ আসে অচেনা শহর
যন্ত্রনগরে কাটে অবাক প্রহর
অবুজ চোখেতে তার কতনা স্বপন
অজানা বাসনা মনে গহীন গোপন ।
একাকী পথে হাটে বিবাগী সময়
পাশে চলা ছায়া তার
বন্ধুতো নয় !
অচেনা মুখের সারি ভীরু মনে ভয়
স্বপ্ন ছোয়ার সিড়ি দূরে সরে রয়
দূরের মানুষ চেনা নিজেকে হারায়
অচেনা নিজেকে দেখে চেনা আয়নায় !♪♫

Popular posts from this blog

Noy Nombor Bipod Shonket: Film Review

Another venture by renowned Humayun Ahmed. The film is a 100% meaningless movie. But this is not a drawback of the movie. Although the movie is completely meaningless, it does bring a lot of laughter. Good movie to kill idle time. Rating 6 out of 10. হূমায়ুন আহমেদের চলচ্চিত্র 'নয় নম্বর বিপদ সংকেত' তাঁর পরিচালিত অগনিত অর্থহীন ছবিগুলোর মধ্যে অন্যতম। অর্থহীন হলেও ছবিটি দর্শকদের মনে হাসির খোরাক জোগাবে। প্রথমদিকে ছবির গল্প খুবই এলোমেলোভাবে শুরু হলেও ছবিটি শেষ পর্যন্ত্য উপভোগ্য হয়েছে।

The possibilities and limitations for transferring Japanese lean production work practices to British institutional environment

Introduction: ‘Lean production system’ is a very popular generic mass production management system. It is also known as ‘Toyota Production System’. Lean system develops highly responsive systems whereby companies produce “goods and services exactly when they are needed: not before they are needed so that they wait as inventory, nor after they are needed so that it is the customers who have to wait”. (Slack, 2001) It is based on three key principles, eliminate waste, involving everyone and continuous improvement. The lean system was developed by Taiichi Ohno at Toyota in the 1950s. Taiichi was a manufacturing manager and was facing difficulties because of poor supply conditions. He couldn’t plan ahead as he couldn’t predict the supply of raw materials. This was causing cash flow problems as the plan was making more and more unfinished vehicles that couldn’t be sold. To identify which parts were missing he developed a system for linking production stages together very closely a...